অর্ধেক কর্মী দিয়ে অফিস চলছে না

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১০:১৮

জনবল কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে অনেক অফিসগুলোতে। কিন্তু তাতে স্বাভাবিক কাজকর্ম চলছে না বলে জানা গেছে। সরকারের নির্দেশনা মানতে শুরু করতে পারেনি অনেকেই।


নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ও। সেখানে রোস্টার তৈরির কাজ চলছে। তৈরিতে আরও দুয়েক দিন লাগবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও নির্দেশনা বাস্তবায়নের আলামত চোখে পড়েনি।


৩৭১টি ইউনিয়ন পরিষদে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা কয়েকটি সংগঠনের নির্বাচন রয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে। সেসব নির্বাচনের কী হবে সে বিষয়ে এখনও চলছে আলোচনা।


অর্ধেক কর্মী দিয়ে পোশাক কারখানা চালানো সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী


করোনা সংক্রমণরোধে অর্ধেক জনবল দিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনায় কড়া নির্দেশনা দিয়েছে সরকার। যদিও অর্ধেক জনবল দিয়ে পোশাক কারখানা চালানো সম্ভব নয় বলেই মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।


মন্ত্রী জানান, বাইরে বহু মানুষ মাস্ক ছাড়া ঘোরাঘুরি করলেও পোশাক কারখানার শ্রমিকদের সবাই মাস্ক পরেই কাজ করেন। সুতরাং অর্থনীতি স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম চালাতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।


অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত ঢাবির


করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে অর্ধেক জনবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতিতে মাননীয় উপাচার্যের নির্দেশনায় সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় নিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।


দু-একদিনের মধ্যে নিশ্চিত হবে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস


আগামী দু-একদিনের মধ্যে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


করোনা সংক্রমণ রোধে গত সোমবার ১৮ দফা নির্দেশনা জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প কারখানা ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us