এবারের বৈশাখের আয়োজন হবে অন্যান্যবারের চেয়ে একেবারে ভিন্ন। বাইরের ভিড় এড়িয়ে চলতে হবে। সে জন্য বেশির ভাগ আয়োজনই হবে বাড়িতে বা একেবারে ঘরোয়া। আর আয়োজন যা–ই থাকুক না কেন, মুখে মাস্ক থাকতেই হবে। ফলে মুখের সাজের বেশির ভাগটাই ঢাকা পড়ে যাবে।
বিশেষ করে ঠোঁটের লাল লিপস্টিক। কিন্তু লাল ছাড়া কি বৈশাখ জমে? প্রশ্নটা মাথায় ঘুরেফিরেই আসে। সামগ্রিক অবস্থা বিবেচনায়, এবার সবকিছুতেই ছাড় দিতে হবে। তেমনি ছাড় দিতে হবে সাজগোজেও। ঠোঁটের লাল এবার ঢাকা থাক, বরং বাড়ুক পোশাকের লাল।