শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম জাপান। কিন্তু লিঙ্গসমতায় দেশটি এখনো অনেক পিছিয়ে। লিঙ্গসমতায় বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে এ দেশের অবস্থান এখন ১২০তম।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আজ বুধবার বিশ্বের বিভিন্ন দেশের লিঙ্গসমতা পরিস্থিতি নিয়ে বার্ষিক বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন–২০২১ প্রকাশ করেছে। এ প্রতিবেদনেই এসব তথ্য উঠে এসেছে। গত বছরের তুলনায় এ বছর লিঙ্গসমতায় জাপান এক ধাপ এগোলেও দেশটি এখনো তলানির দিকে। শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপানের অবস্থান একেবারে নিচে। এমনকি এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও জাপান অনেকটা পিছিয়ে।