করোনাভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন সাময়িকভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। সাধারণের প্রবেশে এই সাময়িক নিষেধাজ্ঞার সঙ্গে ভিআইপি পরিদর্শকদেরও প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে বলে বুধবার জানানো হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল্লাহ জনান, বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে এবং পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এটি বলবত থাকবে। “এতে দর্শনার্থীদের বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।”