বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ফের এই টেলিমেডিসিন সেবা চালু করে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এই টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাম্মী আরা নিপার ব্যবহৃত ০১৬৭৮-০৪৩ ৮০৩ এবং মেডিকেল অফিসার ডা. তানজীন হোসেনের ব্যবহৃত ০১৭২৩-০৪০ ১১৯ নম্বরে ফোন দিয়ে এই সেবা গ্রহণ করা যাবে।