পথ হারাবে না বাংলাদেশ

সারাক্ষণ ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ১১:৩৪

হঠাৎ অশান্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। সকালে হাসপাতালের উদ্দেশে ঘর ছাড়ার আগে একটু টিভির পর্দায় চোখ বোলালাম। অন্য সময় হলে হয়তো চলতি গাড়িতে ফেসবুকে চোখ বুলিয়েই জেনে নিতাম আপডেট। সাম্প্রদায়িকতার বিষবাষ্পের দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে ধীর এখন ফেসবুকের গতি। তাই দশটা মিনিট নষ্ট হলেও সর্বশেষের খোঁজে এই অনির্ধারিত টেলিদর্শন। দেখলাম একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সাক্ষাৎকার। তার মতে, মোদির সফরে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্জন যথেষ্ট হলেও অভ্যন্তরীণ রাজনীতি নতুন মোড় নেয়ায় কিছুটা হলেও বিব্রত সরকার। একটু বোঝার চেষ্টা করলাম। ভদ্রলোকের বক্তব্যের প্রথম অংশের সঙ্গে একেবারেই একমত আমি। তবে দ্বিতীয় ভাগের সঙ্গে না। বাংলাদেশের রাজনীতিতে আর রাজপথে গত কদিনে যা ঘটছে, তা কখনোই নতুন কোনো ফেনমেনোন না। এটি পুরোনো কাসুন্দির নতুন মোড়কে মাঠে আসা মাত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us