ভুবনেশ্বর কেন সিরিজের সেরা নয়, উঠল প্রশ্ন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ০৮:২৮

তাঁর সুইং বোলিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। সাদা বলের ক্রিকেটে ভারতের মাটিতেও যে সুইংকে অস্ত্র করে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেওয়া যায়, তা রবিবার পুণের মাঠে প্রমাণ করে দেন ভুবনেশ্বর কুমার।


তবে ম্যাচের শেষে বিতর্কও উঠল ভুবনেশ্বরকে সিরিজের সেরার পুরস্কার না দেওয়ায়। ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে এই পুরস্কার দেওয়া হয়। ভারত অধিনায়ক বিরাট কোহালি পুরস্কার বিতরণীতে এসে এ নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে বিরাট নেন শার্দূল ঠাকুরের নামও। বলেন, ‘‘শার্দূল ম্যাচের সেরা আর ভুবি সিরিজের সেরার পুরস্কার না পাওয়ায় আমি অবাক।’’ পরে মাইকেল ভনও টুইট করেন এ নিয়ে। লেখেন, ‘‘ভুবনেশ্বর কী করে সিরিজের সেরা হল না?’’ সিরিজে ছ’টি উইকেটই শুধু নেননি ভুবি, রবিবার ভারতের ম্যাচ জয়ে মুখ্য ভূমিকাও নেন। ইংল্যান্ডের দুই বিধ্বংসী ওপেনার বেয়ারস্টো এবং জেসন রয়কে দুরন্ত সুইংয়ে পরাস্ত করেন তিনি। ভারতের ৩২৯-এর জবাবে ইংল্যান্ড শেষ ওভারে গিয়ে ৩২২-৯ স্কোরে থেমে যায়। প্রায় হারা ম্যাচ জমিয়ে দিয়েছিলেন স্যাম কারেন। তবে সচরাচর হারা দল থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয় না। সে দিক দিয়ে কারেন ছিলেন ব্যতিক্রম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us