সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ : যেতে হবে অনেক দূর

দেশ রূপান্তর তারেক শামসুর রেহমান প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ১৩:১৪

বাংলাদেশ তার স্বাধীনতার পঞ্চাশ বছর পালন করছে। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে দক্ষিণ এশিয়ার পাঁচ নেতা বাংলাদেশ সফর করে গেছেন এবং বাংলাদেশের প্রশংসা করে গেছেন। বাংলাদেশ যখন তার সুবর্ণজয়ন্তী পালন করছে, তখন World Happiness report 2021 প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায় বিশ্বের সুখী দেশের তালিকায় (মোট ১৪৯ দেশ) বাংলাদেশের অবস্থান ১০১। অথচ ভারতের অবস্থান (১৩৯)। অর্থাৎ ভারতের চেয়ে বাংলাদেশের মানুষ বেশি সুখী! বলা ভালো, সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। UN Sustainable Development Solution Networkএই তালিকা প্রণয়ন করেছে।

বাংলাদেশের মানুষ অনেক সমস্যায় রয়েছে। দুর্নীতি, ব্যাংকের টাকা লুট, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার। স্বাস্থ্য অধিদপ্তরের একজন পিয়নের কাছে যখন অবৈধ শতকোটি টাকা থাকে, তখন এসব নেতিবাচক সংবাদের পাশে বাংলাদেশের মানুষ ভারত ও পাকিস্তানের জনগণের চেয়েও সুখীএমন একটা ভালো সংবাদ শুনতে ভালোই লাগে। ভালো সংবাদ আরও আছে২০৩৫ সালে বাংলাদেশ হবে বিশে^র ২৫তম অর্থনীতির দেশ। ওই সময়সীমায় বিশ্ব অর্থনীতিতে পাকিস্তানের অবস্থান হবে ৩৬, শ্রীলঙ্কার ৬৭, নেপালের ৯৫, আফগানিস্তানের ১২৯, মালদ্বীপের ১৫০, আর ভুটানের অবস্থান হবে ১৬৪। অর্থাৎ ওই সময় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হবে ভারতের পর দ্বিতীয়। এটা আমাদের জন্য বড় অর্জন। সুবর্ণজয়ন্তীতে (২০২১) বিশ^ অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৪১তম, পাকিস্তান ৪৮, আর ভারতের ৬। বাংলাদেশকে এ অবস্থান ধরে রাখতে হবে, যেতে হবে অনেক দূর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us