সন্তান প্রসব ও প্রতিপালন উপলক্ষে গর্ভকালীন ছয় মাসের ছুটি পেয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফারজানা ইসলাম। লম্বা ছুটি পেয়ে ভেবেছিলেন অনাগত সন্তানকে অনেক সময় দিতে পারবেন। সন্তান জন্ম নেওয়ার পর সেই ছুটি কোথা দিয়ে যে শেষ হয়ে গেল টেরই পাননি তিনি। এখন তার সন্তানের বয়স দুই বছর ছয় মাস।
অফিসের পোশাক পরতে দেখলেই মেয়ে এসে জাপটে ধরে। ছাড়তে চায় না। রাস্তায় এসে ফিরে তাকালে দেখতে পান মেয়ে জানালা ধরে তাকিয়ে আছে। তবু বাস্তবতা মেনেই মেয়েকে যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেন এই মা।