বাংলাদেশের রাজনীতিতে বড় একটা টার্নিং পয়েন্ট ২০১৩ সাল। ১৩কে বলা হয় অশুভ। ২০১৩ সালটিও বাংলাদেশের জন্য অশুভ। অথচ বছরটি বাংলাদেশের ইতিহাসে অনন্য হিসেবে স্বীকৃতি পেতে পারতো।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার লঘুদণ্ডের প্রতিবাদে এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে সৃষ্টি হয় অভাবিত এক গণজাগরণের। মুক্তিযুদ্ধের পক্ষের সেই গণজাগরণের ঢেউ পৌঁছে যায় বাংলাদেশের কোনায় কোনায়। দাবিটা সরকারের কাছে হলেও সেই গণজাগরণ সরকারের প্রশ্রয় লাভ করে। আন্দোলনের মুখে সংসদে আইন সংশোধন করা হয়। ট্রাইব্যুনালে রায়ের পর ‘ভি’চিহ্ন দেখানো কাদের মোল্লার ফাঁসি দিয়েই শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে গ্লানিমুক্ত করার প্রক্রিয়া।