সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে পরিচালক হিসেবে অভিষেক হয় বেশ কিছু নতুন নির্মাতার। তাঁদের অনেকেই চলচ্চিত্রকে জীবনসঙ্গী করে যুদ্ধে নামেন, চড়াই–উতরাই পেরিয়ে টিকেও যান। কেউ কেউ রাজত্ব করেন চলচ্চিত্রের দুনিয়ায়। আবার অনেকেই ভেসে যান নানামুখী সংকটের স্রোতে। জেনে নেওয়া যাক এ বছর থেকে কাদের নামের আগে যুক্ত হচ্ছে ‘চলচ্চিত্র পরিচালক’ পরিচয়টি।
১৯ মার্চ দেশের বড় পর্দায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধের ছবি ‘অলাতচক্র’। এর ভেতর দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে হাবিবুর রহমানের। কেউ চলচ্চিত্রকার হতে চাইলে সাধারণত সাদরে গ্রহণ করে না পরিবার। এই নির্মাতার মা রহিমা বেগম হয়েছেন ছেলের প্রথম ছবির প্রযোজক। এর আগে যে প্রামাণ্যচিত্র আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন তিনি, সেগুলোর ক্ষেত্রেও পাশে ছিলেন মা–ই। নানা দৌড়ে প্রথম হয়েছে ছবিটি। আহমদ সফার উপন্যাস অবলম্বনে, সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি দেশের প্রথম থ্রিডি সিনেমা।