উদ্ধার হয়নি সুয়েজে আটকা জাহাজটি, জটে তিন শতাধিক নৌযান
প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৮:২৬
মিসরের সুয়েজ খালে কনটেইনারবাহী জাহাজ আটকা পড়ার ছয়দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি জাহাজটি। এতে করে খালের উভয় পাশে আটকা পড়েছে তিন শতাধিক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌবাণিজ্যপথে কবে নাগাদ নৌ চলাচল শুরু হবে, তা বলতে পারছে না কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে সুয়েজ কাল অতিক্রমের সময় প্রবল বাতাস আর ধূলিঝড়ের কবলে পড়ে ৪০০ মিটার দীর্ঘ কনটেইনারবাহী জাহাজটি। তাইওয়ানের এভারগ্রিন মেরিন করপোরেশন লিজ নিয়ে এটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হঠাৎ প্রবল বাতাস আর ধূলিঝড়ে জাহাজটির গতিপথ বদলে যায়। এটির নিচের অংশ আড়াআড়িভাবে তীরের মাটিতে আটকে যায়।