ব্যাংকঋণের ছদ্ম ব্যয় ও আমানতকারীদের দুর্ভোগ

প্রথম আলো শহীদুল জাহীদ প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০৭:৩৬

বাণিজ্যিক ব্যাংকের মুনাফার প্রধানতম খাত হওয়ার কথা নিট সুদ আয় বা স্প্রেড। এটি ব্যাংকের মোট সুদ আয় এবং মোট সুদ ব্যয়ের পার্থক্য। বাণিজ্যিক ব্যাংক আরও নানাবিধ উৎস থেকে মুনাফা করতে পারে, যেমন: বিভিন্ন চার্জ, ফি, কমিশন ইত্যাদি। মুনাফার প্রধানতম খাত নিট সুদ আয় ধার্য এবং তা অর্জনের ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপকেরা সতর্ক থাকেন। ব্যাংক ব্যবস্থাপনার মূলনীতিতে তাই যেকোনো অবস্থাতেই ব্যাংকের নিট সুদ আয় বা স্প্রেড যাতে অক্ষুণ্ন থাকে, তা আলোচিত হয়।

ব্যাংক অন্যান্য ব্যয় নিয়ন্ত্রণ করে উচ্চ সুদে ঋণদান করতে পারলে তাদের নিট সুদ আয় বেড়ে যাবে। নিট সুদ আয় বৃদ্ধিকে ব্যাংক ব্যবস্থাপনার অন্যতম সফলতা হিসেবে বিবেচনা করা হয়। ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার ঋণের উদ্দেশ্য, বিবেচ্য কাগজপত্র পরীক্ষণ করে ঋণের পরিমাণ, মেয়াদকাল এবং প্রযোজ্য সুদের হার নির্ধারণ করে দেওয়া হয়। সাধারণ ঋণগ্রহীতারা এত কিছু জিজ্ঞাস্যে না গিয়ে ঋণের কিস্তি কত হবে, তা শুনতে চান। সাধারণত, মাসিক কিস্তি কত হবে এবং তা মাসের কত তারিখে প্রদেয়, এসব তথ্য নিয়ে ঋণগ্রহীতা ব্যাংক থেকে বিদায় হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us