স্বাধীনতা লাভের পর বাংলাদেশের জন্য ওআইসির (ইসলামি সহযোগিতা সংস্থা) সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা ছিল একটা চ্যালেঞ্জ। কারণ স্বাধীনতা উত্তরকালে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিকভাবেই ওআইসির একটা বড় সম্পর্ক ছিল। বরাবরই ওআইসির একাধিক সদস্য প্রশ্ন তুলত যে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতের কারসাজি এবং পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে জোরপূর্বক আলাদা করা হয়েছে... ইত্যাদি ইত্যাদি। এ ধরনের কথাবার্তা উত্থাপনের ফলে ওআইসির অনেক সদস্যরাষ্ট্র, বিশেষ করে আরব দেশের অনেক সদস্য বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া থেকে বিরত থাকে।