যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরানো কঠিন হয়ে যাবে। এমনকি আরো এক বছর সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা মে’র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণরুপে প্রত্যাহার করার কথা ছিল।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পহেলা মে’র সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে সেনাদের প্রত্যাহার করা কঠিন হয়ে যাবে।