বাঙালি মাত্রই জানেন, ১৯৪০ সালে শেরেবাংলা একে ফজলুল হকই পাকিস্তান আন্দোলন খ্যাত লাহোর প্রস্তাব পেশ করেছিলেন।
১৯৪৬ সালে সাধারণ নির্বাচনে মুসলিম বাংলার ভোটাররা প্রায় ঐক্যবদ্ধ উদ্যোগে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছিলেন। তৎকালীন ভারতে মুসলিমপ্রধান প্রদেশগুলোর মধ্যে এটিই ছিল একমাত্র ব্যতিক্রম।
তথাপি পাকিস্তানের ২৪ বছরের শাসনামলে এ পূর্ব বাংলার প্রতি পশ্চিমা শাসকগোষ্ঠীর নির্মম, আত্মঘাতী ও অদূরদর্শী ঔপনিবেশিক দুর্ব্যবহার সম্পর্কে সবাই সম্যক অবগত।