ঊনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাঙালিকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করেছিল। সেই ‘ময়দানি লড়াই’ শেষ হয়েছে নয় মাসেই। কিন্তু পাকিস্তানিরা যাদের জীবনে নির্যাতনের অমোচনীয় বিভীষিকা লেপে দিয়েছে, সেই সব বীর নারী মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এখনও শেষ হয়নি।
মানসিক যন্ত্রণার সঙ্গে পরিবার-সমাজের অবহেলা, গ্লানি, দারিদ্র্য- সব মিলে তাদের লড়াইটা আরও কঠিন। ঢাকার শেখ ফাতেমা আলী, আমেনা বেগম, বরগুনার সেতারা বেগমের সংগ্রামের পথ দীর্ঘ পঞ্চাশ বছরের।