২৬ মার্চ বাংলাদেশের ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর অন্যতম। কারণ আর কিছু না। কারণ এই দিনটিতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন। বঙ্গবন্ধু সেই আনুষ্ঠানিক ঘোষণার পথ ধরেই আজকের স্বাধীন বাংলাদেশ। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে আবারো এসেছে মার্চের ২৬। এবারের ২৬ অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এবারের ২৬-এ আমাদের স্বাধীনতার সুর্বণজয়ন্তী।
করোনাকে প্রায় পরাজিত করে বাঙালি আজ মেতেছে তার ইতিহাসের এ সুবর্ণতম অর্জনটি উদযাপনে। কারণ এ উদযাপনটির জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে হাজার বছরেরও বেশি সময়। বাঙালির হাজার বছরের ইতিহাসে আমাদের কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। বঙ্গবন্ধুর হাত ধরেই আমাদের সেই অনন্য অর্জন আর তার ৫০তম পূর্তিতে আজ আমাদের সাথে শামিল বিশ্ব নেতারাও।