ভিআইপি তিনটি শব্দের একটি সংক্ষিপ্ত রূপ। তবে এর সবগুলো বর্ণের অর্থ উন্মোচিত হলে, তা স্বয়ংক্রিয়ভাবে অতীব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বাংলাদেশের মতো উপমহাদেশ ভুক্ত অঞ্চলে তা আরও বেশি সত্য হয়ে ওঠে বরাবরই। ‘সাধারণ’ নাগরিকেরা তখন চলে যান তফাতে, ভিআইপিরা হয়ে ওঠেন ‘অসাধারণ’। তারা পেতে থাকেন বাড়তি সুযোগ-সুবিধাও। তা না হলে যে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হওয়ার মজা টের পাওয়া যায় না।
এভাবে ভিআইপিরা যেমন অতিরিক্ত গুরুত্ব পাওয়ার আনন্দ উপভোগ করেন, তেমনি সাধারণ মানুষেরা বিনা মূল্যে পেয়ে যান দুর্ভোগ। এর জন্য কোনো ভ্যাট-ট্যাক্স দিতে হয় না। এই পৃথিবীটাই এমন, যেখানে একজন বেশি সুবিধা পেলে, আরেকজনকে কম পেতেই হয়। কারণ রসদ থাকে সীমিত ও সীমাবদ্ধ। কেউ বেশি পেলে, কেউ কম পাবেই।