দামের দৌড়ে গরুর মাংসকে ছাড়িয়ে যাচ্ছে মুরগি

প্রথম আলো প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৭:০৭

বাজারে দুই জাতের মুরগির দাম গরুর মাংসকে ছাড়িয়ে গেছে। সোনালিকা মুরগির দামের কেজি উঠেছে ৩৮০ টাকায়। এ দরে জীবন্ত মুরগি কিনলে শুধু মাংসের দাম দাঁড়ায় ৫৮০ টাকার মতো। বাজারে এর সমান দামে গরুর মাংসও পাওয়া যায়।

দেশি মুরগির মাংসের দাম গরুর চেয়ে অনেকটাই বেশি। জীবন্ত দেশি মুরগির কেজি ৫০০ টাকার মতো। চামড়া, পশম ও নাড়িভুঁড়ি বাদ দিলে শুধু মাংসের কেজি দাঁড়ায় সাড়ে ৭০০ টাকার মতো।

এতসব হিসাব-কিতাব বাদ দিয়ে বৃহস্পতিবার রাতে সুপরিচিত এক অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঘেঁটে দেখা গেল, আধা কেজি ওজনের একটি সোনালিকা জাতের মুরগির (চামড়া ছাড়ানো) দাম হাঁকানো হয়েছে ৩২০ টাকা। এর মানে হলো কেজি ৬৪০ টাকা। আর দেশি মুরগির কেজি দাঁড়াচ্ছে পৌনে ৮০০ টাকার মতো। একই ওয়েবসাইটে গরুর মাংসের কেজি চাওয়া হয়েছে ৫৬৯ টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us