ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়ে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, এ ধরনের কর্মসূচির সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। কর্মসূচির নামে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য সার্বক্ষণিক নজরদারি রয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ মার্চ) দুপুরে উত্তরায় র্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে বিদেশের অনেক বিশিষ্ট ভিভিআইপি অতিথিরা আসবেন। তারা যেন এসে অনুষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অংশ নিতে পারেন, সেজন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে র্যাব। তারা ঢাকা ও ঢাকার বাইরে যেসব স্থানে যাবেন সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। র্যাব সদস্যদের সঙ্গে গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং করা হবে। মূলত বিগত দিনে এসব অনুষ্ঠানে যেভাবে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে র্যাব- এবারও এর ব্যতিক্রম হবে না।