ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালির বুদ্ধিবৃত্তিক চেতনার বাতিঘররূপে সব সময় জাতিকে পথ দেখিয়েছে। এখানে উৎসারিত সব রাজনৈতিক চেতনার উত্তাল ঢেউ সারাদেশে আছড়ে পড়ে পাকিস্তানি স্বৈরতন্ত্রের ভিত নড়বড়ে করে দেয়। ১১ মার্চ ১৯৪৮ থেকে ২৫ মার্চ ১৯৭১ সময় পর্যন্ত 'পাকিস্তানবিরোধী ষড়যন্ত্রে'র প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে পাকিস্তানিদের কাছে চিহ্নিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পূর্ব বাংলার দীর্ঘদিনের সামাজিক রক্ষণশীলতার দ্বার ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে শামিল হয়। উনসত্তরের গণঅভ্যুত্থানের উত্তাল তরঙ্গ ইকবাল হলের নামফলক উপড়ে ফেলে পাকিস্তানি আক্রোশের বুলেটে শহীদ সার্জেন্ট জহুরুল হকের নামাঙ্কিত করে। এমনকি এখানকার কলাভবন, মধুর ক্যান্টিন, আমতলা, বটতলা পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠীর কূপমণ্ডূকতার বিরুদ্ধে নিষ্ঠুর বিদ্রুপের প্রতীকে পরিণত হয়ে প্রতিবাদের মিছিলে শামিল হয়েছিল। কাজেই গণহত্যার নীলনকশা 'অপারেশন সার্চলাইটের' প্রথম লক্ষ্যবস্তু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।