অভ্যন্তরীণ রাজনীতি পররাষ্ট্র সম্পর্ককে প্রভাবিত করতে পারে কী? বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি বন্ধুত্ব ও সংযুক্ততার ঐতিহাসিক বন্ধনের দিকে সবার দৃষ্টি আকৃষ্ট করছে। দেশরত্ন শেখ হাসিনা ও শ্রী নরেন্দ্র দামোদর মোদির প্রধানমন্ত্রিত্বের বর্তমান মেয়াদকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক একের পর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
বাংলাদেশ-ভারতের এই সম্পর্ক ঐতিহাসিকভাবে সামজিক-সাংস্কৃতিক-সভ্যতার ঐতিহ্যগত অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং বেশ কয়েকটি ক্ষেত্রে অকৃত্রিম সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ফেনী নদীর ওপর স্থাপিত বহুল প্রতিক্ষিত মৈত্রী সেতু গত ৯ মার্চ ২০২১ তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনের ঘটনা দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের মধ্যকার আন্তরিকতাপূর্ণ সম্পর্কের সাম্প্রতিক উদাহরণ।