মাস্ক পরার বালাই নেই কারও। দূরত্ব-বিধি মেনে দায়িত্ব পালনের চেষ্টাও চোখে পড়ছে না কোথাও। অনেকে মিলে এক জনের পিছনে ছুটে তাঁকে জাপটে ধরে এমন ভাবে রং মাখাচ্ছেন যে, করোনা-সতর্কতা তাঁদের মনে আছে বলে মালুম হয় না। দোলের এক সপ্তাহ আগে থেকেই শহরের নানা জায়গায় এমন ভাবে রং খেলা শুরু হয়েছে যে, রীতিমতো আতঙ্কিত চিকিৎসক থেকে সচেতন নাগরিকদের বড় অংশ। তাঁদের প্রশ্ন, ‘‘বড়দিন বা দুর্গোৎসব নিয়ে যেখানে কড়া নির্দেশিকা জারি হয়েছিল, সেখানে ছোঁয়াচ বাঁচিয়ে যে উৎসব পালন করা সম্ভবই নয়, তার ক্ষেত্রে কেন বাড়তি সতর্কতা থাকবে না?’’
প্রসঙ্গত, দিল্লি সরকারের থেকে উদাহরণ নিয়ে দেশের সব রাজ্যে দোল-হোলি, শব-এ-বরাত, বিহু, ইস্টার ও ইদে প্রকাশ্যে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করে বুধবারই রাজ্য প্রশাসনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।