প্রায় প্রতিদিনই কোন না কোন অভিনেতা-অভিনেত্রী থাকছেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। আর তারকাদের নিয়ে তো ভক্ত-দর্শকদের আগ্রহের কোনও শেষ নেই। তাই তারাও মুখিয়ে থাকেন তারকাদের খবরের আশায়। নেট দুনিয়ার প্রায় সবারই নজর থাকে সেলেব্রেটিদের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
সেলিব্রেটিরা সোস্যাল মিডিয়ায় কোন কিছু পোস্ট করলেই সেটা নিয়ে গরম হয়ে ওঠে ঘরে বাইরের চায়ের টেবিলগুলো। এ ধারাবাহিকতায় এবার ঝড় তুললেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাইয়ের বউ অভিনেত্রী চারু আসোপা। সম্প্রতি গোসলের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। এর পরই ঝড় উঠেছে নেটিজেনদের মাঝে।