Facebook Profile লক করবেন কী ভাবে? জানুন সঠিক পদ্ধতি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ২১:১৫
Facebook এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই Facebook-এ ইউজারদের ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্ন উঠতেই থাকে। আর সেই নিরাপত্তার দিকটাই জোরদার করতে গত বছর লকডাউনের সময়েই কেবল মাত্র ভারতের Facebook ইউজারদের জন্য একটি সেফটি ফিচার নিয়ে আসা হয়েছিল। সেই সেফটি ফিচারের সাহায্যে কেবল মাত্র ভারতের ইউজারেরা তাঁদের প্রোফাইলের ফ্রেন্ডলিস্ট থাকা মানুষজনই একমাত্র পোস্ট দেখতে পারবেন। অর্থাৎ এই সেফটি ফিচারে আপনি কারও Facebook-এ বন্ধু না হলে, তাঁর কোনও পোস্ট বা ছবি, ভিডিয়ো কিছুই দেখতে পাবেন না।