রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে টানা চার দিন ধরে চলা তাপপ্রবাহে কাতর হয়ে পড়েছে জনজীবন। বুধবার ঢাকা, যশোর ও রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “গরমের তীব্রতা আগের দিনের চেয়ে কমেছে, তবে তাপপ্রবাহের বিস্তার বেড়েছে। আরও কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করবে। ২৭ মার্চ থেকে ফের তাপমাত্রা সামান্য বাড়বে। চলতি মাসের শেষে ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে।”