আগামীতেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা জুনে বলা হবে: অর্থমন্ত্রী
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১৯:১৪
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আগামী অর্থ বছরেও থাকবে কিনা তা জুনে বাজেট সংসদে উপস্থাপনের সময় বলা হবে।
আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানবেন।’
কালো টাকা সাদা করার সুযোগ এখন যেভাবে আছে সেভাবে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।