জার্মানির ফাইজার–বায়োএনটেকের টিকা নিতে বলায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম থেকে বেসরকারি একটি ক্লিনিককে বাদ দিয়েছে হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর এএফপির।
হংকংয়ের স্বাস্থ্য বিভাগ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বলেছে, একজন চিকিৎসক টিকাদান কর্মসূচির চুক্তি ভঙ্গ করায় ওই ক্লিনিক আর টিকাদান কর্মসূচিতে যুক্ত থাকতে পারবে না। কর্তৃপক্ষ বলছে, ওই ক্লিনিক থেকে অব্যবহৃত সিনোভ্যাকের টিকার ডোজ তারা ফেরত নেবে। ওই ক্লিনিকের একটি নোটিশে বলা হয়, ‘সিনোভ্যাকের টিকা নয়, বায়োএনটেকের টিকা নিন।’