যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার ইঙ্গিত বাইডেনের
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১২:৫৫
মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার সাম্প্রতিক সময়গুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। তাই দেশটিতে অস্ত্র বিষয়ক আইন কঠোর করার ইঙ্গিত দিলেন। মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে আহ্বানও জানিয়েছেন তিনি।
খবর রয়টার্স। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দেশটির কলোরাডোয় একটি সুপার মার্কেটে গুলি চালিয়ে এক পুলিশ কর্মকর্তাসহ দশ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এর আগে পার্লারে হামলা করে বেশ কিছু হতাহতের ঘটনা আলোচিত হয়েছে বিশ্বজুড়ে।