নব্য, আদি, পরিযায়ী ঝামেলায় ভোট কমবে বিজেপি-র?

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৬:০৬

নব্য, আদি আগেই ছিল। এবার যোগ হয়েছে পরিযায়ী। তাদের ঝামেলায় কি ভোট কমতে পারে বিজেপি-র? মালদহে পা দিয়ে শব্দটা প্রথম শুনি। পরিযায়ী বিজেপি। এতদিন আমরা আদি ও নব্য বিজেপি-র কথা প্রচুর শুনেছি। আদি মানে যারা গোড়া থেকে বিজেপি করছেন, তাদের অনেকেই সঙ্ঘ পরিবারের প্রশিক্ষণ পাওয়া, নিয়মিত শাখায় গিয়েছেন। নব্য মানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম থেকে যারা বিজেপি-তে এসেছেন এবং গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন বা প্রার্থী হচ্ছেন।

আর পরিযায়ী হলেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, ভোট এলে প্রার্থী হয়ে যান। ইংরেজবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে দলের নেতা-কর্মীদের একাংশ বলছেন, তিনি পরিযায়ী বিজেপি। অভিযোগ, তিনি না কি প্রার্থী হলে মালদহে আসেন। লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। হেরে আর মালদহমুখো বিশেষ হননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us