হিমালয়কন্যা নেপালের বাজারে বাংলাদেশের পণ্যের সম্ভাবনা বিপুল। সে দেশের মানুষের কাছে বাংলাদেশের খাদ্যপণ্যের চাহিদা আকাশচুম্বী। কিন্তু শুল্ক ও অশুল্ক বাধার কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত হারে পণ্য রপ্তানি করতে পারছেন না। মোটরসাইকেলের ইঞ্জিনক্ষমতা বা সিসির সীমা থাকায় নেপালে মোটরসাইকেল রপ্তানিতে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। তাই রপ্তানি বাড়াতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁরা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে গতকাল সোমবার ঢাকায় পৌঁছেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। দেশটির প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়টি।