You have reached your daily news limit

Please log in to continue


শেখ হাসিনাকে শাল্লায় এসে ক্ষমা চাইতে হবে : ডা. জাফরুল্লাহ

বাংলাদেশের বিচার বিভাগের কোমর ভাঙা বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (২৩ মার্চ) সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি। তারা উপর মহলের ইশারায় বিচারের রায় দেন।’ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকার দলের লোক শাল্লার নোয়াগাঁও সংখ্যালঘুদের উপর এমন ঘটনা ঘটিয়েছে সেটা সত্যি খুব লজ্জাজনক। ওই লজ্জা আমরা কোথায় রাখব। সরকারের পুলিশ প্রশাসন এখানকার মানুষদের রক্ষা করতে পারেনি। অবিলম্বে এখানে যতজন দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন