দ্বিগুণ শিক্ষক নিয়োগ করব, জঙ্গলমহলে লাখ লাখ যুবক-যুবতীর চাকরি: মমতা

এইসময় (ভারত) প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৩:৫৮

জঙ্গলমহলে বিনিয়োগ হচ্ছে ৭২ হাজার কোটি টাকা। লাখ লাখ যুবক, যুবতী আগামী দিনে কর্মসংস্থান পাবেন। পুরুলিয়ায় পাড়ার জনসভা থেকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ার পাড়ায় ফের একবার BJP-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলনেত্রী। জানান, 'ওরা আমার মাথায় মেরেছে, হাতে মেরেছে, পাটা বাকি ছিল, সেখানেও মেরেছে। ওরা জানে না , আমি ভাঙব, কিন্তু মচকাবো না। মা বোনেদের দুটো পা দিয়ে আমি চলব। '

জঙ্গলমহল পাখির চোখ তৃণমূল-BJP দুই রাজনৈতিক দলেরই। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে আশ্চর্য উত্থান হয়েছিল গেরুয়া শিবিরের। সেই জয়ের ধারা অব্যহত রাখতে ময়দানে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গলমহলে সভাও করেছিলেন তিনি। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। কিন্তু জঙ্গলমহলের গিয়ে BJP-র বিরুদ্ধে আক্রমণে সুর চড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিংহভাগজুড়ে ছিল জঙ্গলমহলের উন্নয়নের প্রতিশ্রুতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us