নারীদের ঋতুচক্র একটা নির্দিষ্ট বয়সের পর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। একে মেনোপজ বলে। এটি সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যেই হয়ে থাকে। মেনোপজ বা ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর একজন নারীর আবারও রক্তক্ষরণ বা ঋতুস্রাব শুরু হলে তাকে বলে পোস্ট–মেনোপজাল ব্লিডিং। একে কিছুতেই অবহেলা করা চলবে না। কারণ, মেনোপজের পর আবারও রক্তক্ষরণ জরায়ু বা সারভিক্স ক্যানসারের অন্যতম উপসর্গ।