আইসিসিতে কথা বলায় ফিলিস্তিনি মন্ত্রীর ভিআইপি পাস কেড়ে নিল ইসরায়েল
প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১৯:৫৮
ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলিদের যুদ্ধপরাধ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) কথা বলায় ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির বিশেষ ভ্রমণ সুবিধা (ভিআইপি পাস) বাতিল করেছে দখলদার ইসরায়েল। গত রোববার আইসিসি থেকে ফেরার পথে জর্ডান সীমান্তে তাকে বেশ কিছুক্ষণ আটকে রাখে ইসরায়েলি এজেন্টরা।
জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা আহমেদ আল-দেইক বলেন, জর্ডান থেকে পশ্চিম তীরে প্রবেশকালে অ্যালেনবাই ক্রসিংয়ে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীকে প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন ইসরায়েলের শিন বেট গোয়েন্দা সংস্থার এজেন্টরা। আর মন্ত্রীর সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত ঘণ্টাখানেক।