যে কৃষক জমিতে ফসল ফলান, তিনিই বিক্রেতা। তা–ও আবার খোদ রাজধানীতে ফসল বিক্রি করছেন কৃষকেরা। রাজধানীর আশপাশের এলাকা থেকে শুধু নয়, দূরের পার্বত্য চট্টগ্রামের জুমের ফসলও পাওয়া যায় বাজারে। দিন দিন ক্রেতাদের ভিড় বাড়ছে এখানে। খেত থেকে আনা টাটকা সবজি পেতে কে না চায়। উদ্যোক্তারা বলছেন, এখানে পাওয়া সবজি নিরাপদ।
জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশ ঘেঁষে থাকা সেচ ভবন প্রাঙ্গণে বসে এ বাজার। সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন সকাল সাতটার দিকে শুরু হয় বাজার, চলে দুপুর পর্যন্ত।