এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধুর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। ‘বঙ্গবন্ধুর জন্মদিন/শিশুর হৃদয় হোক রঙিন।’ গত ১৭ মার্চ রবীন্দ্র সদনে আয়োজিত হয়েছিল একটি বর্ণময় অনুষ্ঠান। কলকাতার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনাসভায় অংশ নেন শিক্ষাবিদ পবিত্র সরকার, রাজশেখর বসু, ফিরহাদ হাকিম ও তৌফিক হাসান। পর্দায় ছিল বঙ্গবন্ধুকে নিবেদিত এই বাংলার বিশিষ্ট মানুষের শ্রদ্ধাঞ্জলি।