হিন্দুদের বেনামী চিঠি: মাগুরায় ধর্মানুভূতিতে আঘাতের মামলা

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১১:৩১

মাগুরায় কয়েকটি গ্রামে ৫০ থেকে ৬০ জনকে বেনামী চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতারও করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মি. আহমেদ বলেন, মামলায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। মোট ২১ জনকে এই মামলার আসামী করা হয়েছে। এর মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরায় ৫০ জন হিন্দুকে চিঠি দিয়ে 'ইসলাম গ্রহনের দাওয়াত' দেয়ার পর উৎকণ্ঠা, কী ব্যবস্থা জানতে চেয়েছে আদালত
শুক্রবার মাগুরার দুটি গ্রামে নজিরবিহীনভাবে জনা পঞ্চাশেক হিন্দু ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে আহ্বান জানিয়ে বেনামি চিঠি পাঠানোর পর সে ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, পুলিশের কাছে জানতে চেয়েছে আদালত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২৩শে মার্চের মধ্যে এ বিষয়ে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন মাগুরার শ্রীপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা নাসরীন।

মাগুরায় ৫০ হিন্দু ধর্মাবলম্বীকে ধর্ম ত্যাগের চিঠি, আটক ৩
মাগুরার হিন্দু ধর্মাবলম্বী ৫০ ব্যক্তিকে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে পাঠানো চিঠির কারণ উদ্ঘাটনে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার জড়িত সন্দেহে তিনজনকে শনিবার দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us