হাঁটুর ব্যথা এমন একটি অসুখ, যা সব বয়সেই হতে পারে। হাঁটুর ব্যথার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলো স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান এসকেএফ নিবেদিত ব্যথার সাতকাহন-এর দ্বিতীয় পর্বে। ডা. শ্রাবণ্য তৌহিদার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ (উপরে বাঁয়ে), যোগব্যায়াম বিশেষজ্ঞ আনিকা রাব্বানী নিচে বাঁয়ে) এবং সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম (নিচে ডানে)
ডা. শ্রাবণ্য তৌহিদার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ (উপরে বাঁয়ে), যোগব্যায়াম বিশেষজ্ঞ আনিকা রাব্বানী নিচে বাঁয়ে) এবং সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম (নিচে ডানে) অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মেডিসিন ও বাতব্যথা বিশেষজ্ঞ ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ, যোগব্যায়াম প্রতিষ্ঠান ইয়োগানিকার ইয়োগা ইনস্ট্রাক্টর অ্যান্ড হেলথের কোচ আনিকা রাব্বানী এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক জাভেদ ওমর বেলিম। সঞ্চালনায় ছিলেন ডা. শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি ২০ মার্চ প্রথম আলো ও এসকেএফের অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।