মাগুরায় বেনামী চিঠিতে ‘ইসলামের দাওয়াত’, কী ব্যবস্থা জানতে চেয়েছে আদালত
প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৫:৪৪
শুক্রবার মাগুরার দুটি গ্রামে নজিরবিহীনভাবে জনা পঞ্চাশেক হিন্দু ব্যক্তিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে আহ্বান জানিয়ে বেনামি চিঠি পাঠানোর পর সে ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, পুলিশের কাছে জানতে চেয়েছে আদালত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২৩শে মার্চের মধ্যে এ বিষয়ে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন মাগুরার শ্রীপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা নাসরীন।
মাগুরায় ৫০ হিন্দু ধর্মাবলম্বীকে ধর্ম ত্যাগের চিঠি, আটক ৩ মাগুরার হিন্দু ধর্মাবলম্বী ৫০ ব্যক্তিকে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে পাঠানো চিঠির কারণ উদ্ঘাটনে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার জড়িত সন্দেহে তিনজনকে শনিবার দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ।