অর্থনীতি বিষয়টা মনে এলেই আমাদের চোখে যা ভেসে আসে তা হলো কতগুলো গ্রাফ, আলফা, বেটা, গামা ইত্যাদি দিয়ে কিছু জটিল সূত্র আর অংকের মারপ্যাঁচ। অনেকে আবার বলেন এসব সূত্র বইয়ের পাতায়ই বেশি মানায়, বাস্তবে নয়। আসলে সারা দুনিয়ায় বেশির ভাগ মানুষই অর্থের পেছনে ছুটে, তাই কোনোভাবেই এ অর্থশাস্ত্রকে বাদ দেয়া যাবে না। পৃথিবীতে কিংবা দেশে দেশে আজ যে এই অশান্তি, মারামারি অথবা প্রতিযোগিতা চলছে, এসবের পেছনে অন্যতম কারণ হলো এই অর্থ। যাই হোক, অর্থনীতির শিক্ষকরা যদিও নিজেদের অনেক ডায়নামিক বা গতিশীল বলে দাবি করেন কিন্তু পড়ানোর সময় তাদের এই গতিশীলতা খুব একটা খুঁজে পাওয়া যায় না। ফলাফল এখনো দেশ-বিদেশের অনেক শিক্ষার্থী এ বিষয়টাকে ভয় পায় অথচ এই একটি বিষয় যে কত মজার আর দরকারি হতে পারে, শুধু অনেক শিক্ষকের ব্যর্থতায় সেটি ধ্বংস হয়ে যায়!