কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২১:১৮
বিক্রির জন্য ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষি জমির মাটি কাটার দায়ে তিনজনকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমমাণ আদালত। শনিবার (২০ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এ জরিমানা করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি চক্র। এতে করে জমির উৎপাদন ক্ষমতা হ্রাস ও জমির শ্রেণির পরিবর্তন হয়ে যাচ্ছে। শনিবার ইউএনও নাহিদা আক্তার তানিয়া কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযানে বের হন।