হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। ঘোষণা ছাড়াই বিশেষভাবে লুকিয়ে রুপি নিয়ে আসছিলেন ওই যাত্রী। শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের বিজি-৪০৪৮ ফ্লাইটে তিনি দুবাই থেকে ঢাকা আসেন।
পাসপোর্ট অনুযায়ী, আটক যাত্রীর নাম ফকরুল ইসলাম। তার বাড়ি চাঁদপুরে। ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সানোয়ারুল আলম সময় সংবাদকে জানান, শনিবার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের বিজি-৪০৪৮ ফ্লাইটে ফকরুল ইসলাম দুবাই থেকে ঢাকা আসেন। পরবর্তীতে কাস্টমস হলে রেড চ্যানেলে এসে তার কাছে ২টি সোনার বার ও স্বর্ণালংকার থাকার কথা বলেন।