দ্বিতীয় সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখলেও প্রথম সন্তান তৈমুর আলি খানকে পাপারাজ্জিদের থেকে দূরে রাখতে পারেননি সাইফ-কারিনা দম্পতি। ফলে এই ছোট নবাব যখন যাই করুক বা যেখানেই যাক না কেনো সবসময় তার দিকে নজর থাকে পাপারাজ্জিদের।
তৈমুর আলি খান এখন তার বাবা-মায়ের থেকেও বড় তারকা বনে গিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি বলা যায়, তৈমুরের সঙ্গে অন্যান্য তারকা সন্তানদেরও প্রতিযোগীতা চলে। সোশ্যাল মিডিয়ায় তার ছবি প্রকাশ হওয়া মানেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা।