নদীগুলো দখলমুক্ত করুন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১১:১৩

রাজধানী ঢাকার হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকার বুড়িগঙ্গা নদীর ‘আদি চ্যানেল’ নামের অংশটি থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি ভার্চ্যুয়াল বেঞ্চ ঢাকার জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের উদ্দেশে দেওয়া আদেশে বলেছেন, নদীটির আদি চ্যানেল অংশে সিএস বা আরএস জরিপ অনুসারে অবৈধ বলে চিহ্নিত ৭৪টি স্থাপনা তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে হবে। মাটি ভরাট করে ও অন্যান্য উপায়ে নদীর যেসব জায়গা দখল করা হয়েছে, সেগুলোও একই সময়ের মধ্যে উদ্ধার করতে হবে। এই কাজে সহযোগিতা করার জন্য আদালত পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দিয়েছেন।

উচ্চ আদালতের এই আদেশ প্রদানের খবরে দূষণে, দখলে পর্যুদস্ত নদী বুড়িগঙ্গা পুনরুদ্ধারের আশা জেগে ওঠে। আর একই সঙ্গে মনে হয়, অতীতে অনেকবার এমন আদেশের খবর প্রচারিত হয়েছে। শুধু বুড়িগঙ্গা নয়, ঢাকা মহানগরের চারপাশ দিয়ে প্রবাহিত আরও তিনটি নদীর দূষণ বন্ধ করা এবং দখলকৃত জায়গাগুলো পুনরুদ্ধারের অনেক উদ্যোগের খবর অনেকবার প্রচারিত হয়েছে। নদী–জলাশয়কে জীবন্ত সত্তা হিসেবে গণ্য করতে হবে—এমন আদেশও হাইকোর্ট দিয়েছেন। কিন্তু নদ–নদী ও খাল–জলাশয়ের দূষণ ও দখল বন্ধ হচ্ছে না; বরং দিন দিন আরও বেড়েই চলেছে। কারণ, নদ–নদী রক্ষার জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন, দখল হওয়ামাত্র সেসব জায়গা পুনরুদ্ধার করা প্রয়োজন—এমন স্থায়ী ব্যবস্থা আমাদের দেশে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us