মায়ের মৃত্যুশোকে মাদকাসক্ত হয়ে পড়ছেন রোনালদিনহো!

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১৬:০৩

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের অন্যতম রোনালদিনহো। গত বছরখানেক ধরে তার সময় খুব খারাপ যাচ্ছে। গত বছর ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গিয়ে আটক হয়ে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল। সেখান থেকে মুক্ত হলেও কিছুদিন আগেই তার মা দোনা মিগেলিনা পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান। মায়ের এই মৃত্যুশোক এখনো ভুলতে পারছেন না ব্রাজিল মহাতারকা। বেপরোয়া জীবনযাপন করা রোনালদিনহো এখন মায়ের মৃত্যুশোকে কাতর। জড়িয়ে যাচ্ছেন নেশার জগতে!

রোনালদিনহোর এক বন্ধু ব্রাজিলিয়ান সংবাদপত্র 'এক্সত্রা'কে এসব মারাত্মক তথ্য দিয়েছেন। মাত্রাতিরিক্ত মাদকাসক্তির কবলে রোনালদিনহো। সেই বন্ধুর বক্তব্য, 'প্রতিদিনই সে কোনো না কোনো পার্টি করছে। সে প্রতি সকালে ভদকা, হুইস্কি, জিন খাওয়া শুরু করে, থামে একদম পরের দিন সকালে। এমন নয় যে, সে আগে থেকে মাদকাসক্ত ছিল না; কিন্তু ওর এই মাদকাসক্তি আরও বেড়েছে ওর মায়ের মৃত্যুর পর।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us