শেষ ইচ্ছা অনুযায়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে মা–বাবার পাশে শায়িত হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মানিকপুর গ্রামের বাড়িতে ষষ্ঠ ও শেষ জানাজা শেষে তাঁকে সেখানে দাফন করা হবে।
প্রয়াত মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মওদুদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।