পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আয় বাড়াতে এ বারে জমি বিক্রির পথে হাঁটছে ওড়িশার বিজেডি সরকার। সে জমির পরিমাণ ৩৫ হাজার একরেরও বেশি! বিধানসভায় এক প্রশ্নের জবাবে এমন তথ্যই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রতাপ জেনা। বিষয়টি জানাজানি হতেই তীব্র বিরোধিতায় নেমেছে বিরোধীদের একাংশ। জমি বিক্রি ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন অনেকে। তার পরেই বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই জানায়, মন্দির কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জমি বিক্রির খবর মিথ্যা। ফলে গোটা বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক এবং ধোঁয়াশা তৈরি হয়েছে।
ওড়িশায় জগন্নাথ দেব ও জগন্নাথ মন্দিরের নামে বিপুল ভূসম্পত্তি রয়েছে। সেই সব জমি থেকে আয় এবং ভক্তদের অনুদানেই পরিচালিত হয় মন্দিরের কাজকর্ম। এ বারে মন্দিরের আয় বাড়াতে জগন্নাথ দেবের নামে ওড়িশা এবং দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করে তা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়কের সরকার।