“সমস্যাটা এইটা না যে দেশের মানুষ অশিক্ষিত। সমস্যাটা হলো মানুষ ঠিক ততটাই শিক্ষিত হচ্ছে যতটা হলে যা শেখানো হয় তাই বিশ্বাস করে বা গিলে ফেলে এবং মানুষ ততটা শিক্ষিত হচ্ছে না যতটা হলে যা কিছুই শেখানো হয় সেগুলোকে প্রশ্নবিদ্ধ বা চ্যালেঞ্জ করা যায়।” রিচার্ড ফাইনম্যান
সব কিছুতেই সহমত পোষণ করা মানুষ তৈরী শিক্ষার আসল উদেশ্য না। স্কেপ্টিক মানুষ তৈরী করাই হলো শিক্ষার আসল উদ্যেশ্য। আমি প্রচন্ড একজন স্কেপ্টিক মানুষ যার প্রমান আমার প্রায় প্রত্যেকটা গবেষণা পত্র এবং আমার ফেইসবুক পোস্ট। আমার অধিকাংশ গবেষণাপত্রই বিদ্যমান অনেক বড় বড় বিজ্ঞানীর কাজের বিরুদ্ধে যায়। সেইজন্য প্রায় প্রত্যেকটা আর্টিকেল প্রকাশের সময় রিভিউয়ারের সাথে যুদ্ধ করতে হয়েছে এবং এর মূল্য হিসাবে সাইটেশন কম হয়। যাহোক ইদানিং দুয়েকজন বড় সায়েন্টিস্ট আমার কিছু কাজের প্রশংসাও করেছেন। স্কেপ্টিক হলে এর সুফল সাধারণত সুদূরপ্রসারী হয় যদিও যাপিত সময় একটু কষ্টের হয়।